সরিষাবাড়ীতে পাট চাষে আগ্রহ বাড়াতে চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়। পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী জামালপুর সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরোমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণ নেন।
সভাপতিত্ব করেন- জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার এবং কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিফাদ হোসেন। এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে ছিলেন- জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আ: হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।
এছাড়া উপজেলা পাট পরিদর্শক মোহাম্মদ আওরংগযেব আতা, অফিস সহায়ক শাহ-জামাল সহ পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তরা বলেন, ‘ পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়। তাই পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।