ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মারুফ, সিনিয়র সহ সভাপতি সিরাজ, সাধারণ সম্পাদক বাবু

পিরোজপুরের ইন্দুরকানীতে ইন্দুরকানী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১২ মে) রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত কমিটিতে মোঃ মারুফ হাওলাদার কে সভাপতি, মোঃ সিরাজুল ইসলাম কে সিনিয়র সহ সভাপতি ও আসাদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়া ওই কমিটিতে রবিউল ইসলামকে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, লিমন হাওলাদার, নাসিম হাওলাদার, শামিম হাসান, সুমন খান, মোঃ জিহাদকে যুগ্ন সাধারণ সম্পাদক , সাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ফেরদৌস খলিফা, জাবের হোসেন সহ- সাংগঠনিক সম্পাদক, মাসুদ রানা প্রচার সম্পাদক, মুয়াজ আহম্মেদ দপ্তর সম্পাদক, মোঃ আব্দুল্লাহ আল মামুন ক্রীড়া সম্পাদক, মারুফা জাহান ছাত্রী বিষয়ক সম্পাদক এবং মারুফ হোসেন, মোঃ জাবের আকন, আলাউদ্দিন খান, ও সোহানকে সদস্য করা হয়েছে।
গঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক জেলা ছাত্রদল কমিটি বরাবর পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।