তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (১৮ বিজিবি) টহলদল যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি ৩৭ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করেছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাংলাবান্ধা- পঞ্চগড় জাতীয় মহাসড়কের মাঝিপাড়া এলাকায় পঞ্চগড়গামী এস আর পরিবহন বাস থেকে মালিকানাবিহীন হেরোইন উদ্ধার করা হয়।
আজ বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি জানায়,দুপুর দেড়টায় বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি চালান তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে যাত্রীবাহী বাসের মাধ্যমে পঞ্চগড়ে যাবে। তথ্য অনুযায়ী পেদিয়াগছ বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩১/৪-এস হতে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাহুক কমলা বাগান এলাকায় নিয়মিত চেকপোস্টে ১৮ ব্যাটালিয়নের বিজিবির অধীনে পেদিয়াগছ বিওপি’র নায়েব সুবেদার মোঃ সৈবুর রহমান এর নেতৃত্বে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী এস আর নামের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে বিজিবির টহলদল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় বাসের ভিতরে ব্যাঙ্কার হতে ০১টি ব্যাগ হতে ১ কেজি ৩৭ গ্রাম হেরোইনসহ মাদক উদ্ধার করে বিজিবি। আটককৃত হেরোইনের মূল্য আনুমানিক ২০ লক্ষ ৭৪ হাজার টাকা।
প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি কর্তৃক উক্ত মাদক নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।