পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পূজায় বরাদ্ধের টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক বিকাশ হালদারের বিরুদ্ধে।
আত্মসাতের টাকা ফেরত পেতে দক্ষিণ ইন্দুরকানী শ্রী শ্রী হরিগুরু সার্বজনীন পূজা মন্দিরের সিপিসি সৌরভ মিস্ত্রী উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠানের জন্য ইন্দুরকানী উপজেলা পরিষদের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক উক্ত মন্দিরে ৫০০ কেজি চাল বরাদ্ধ দেওয়া হয়। যার বাজার মূল্য পচিশ হাজার টাকা। নিয়মানুসারে মন্দির পূজা উদযাপন প্রকল্প কমিটি এই চাল উত্তোলন করার কথা থাকলেও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ হালদার তিনি নিজেই চাল উত্তোলন করে বিক্রী করে টাকা নিয়ে ভারতে চলে যায়। তিনি ফিরে আসার পর মন্দির কমিটি টাকার জন্য বার বার তার সাথ যোগাযোগ করলেও তিনি কোন সাড়া দেন নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ হালদার বলেন, জগদ্ধাত্রী পূজার ১১টি মন্দিরের টাকা আমরা উত্তোলন করে স্ব-স্ব মন্দির কমিটির কাছে পৌঁছে দিয়েছি। কিন্ত ওই মন্দিরের কমিটির নিয়ে সমস্যা রয়েছে।
পূজা মণ্ডপের প্রকল্প কমিটির সভাপতি সৌরভ মিস্ত্রী বলেন, “আমি পূজা মন্ডপ ও প্রকল্প কমিটির সভাপতি পূজা সংক্রান্ত সকল খরচ আমি করেছি। বরাদ্ধকৃত চাল আমার উত্তোলন করার কথা। কিন্ত আমাকে না জানিয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক উক্ত টাকা উঠিয়ে নিয়েছে। আমি এখন পর্যন্ত কোন টাকা পাইনি বরং গ্রামবাসীর ক্ষোভের স্বীকার হচ্ছি।