শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মেহেরপুরে বিএনপির কমিটি গঠনে কোন্দল গড়ালো আদালতে মামলায় 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:৫৫ পিএম
মেহেরপুরে বিএনপির কমিটি গঠনে কোন্দল গড়ালো আদালতে মামলায় 

মেহেরপুরে বিএনপি দলীয় গঠনতন্ত্র অনুসরণ না করে কমিটি গঠনের অভিযোগে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কমিটি গঠনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রবিবার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিএনপির ৩ নেতা জাহাঙ্গীর আলম, শাহদুল করিম, ছানোয়ার হোসেন বাদী হয়ে মামলা করলে মঙ্গলবার বিকালে শুনানি শেষে মেহেরপুরের সিনিয়র সহকারী জজ–২ আদালতের বিচারক মোঃমাসুদ রানা এ আদেশ দেন।

একই সঙ্গে দলের গঠনতন্ত্র না মেনে কমিটি নির্বাচন করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ দর্শাতে ৯ জন বিবাদীকে ৫ কর্মদিবস সময় বেঁধে দেন।

কারণ দর্শানোর জন্য আদালত যে সকল বিবাদীকে সময় বেঁধে দিয়েছেন, তারা হলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়নে সভাপতি পদে বিজয়ী ঘোষিত মোঃফজলুল হক, সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষিত মোঃ মমিনুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন কাউন্সিল নির্বাচন–২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃআব্দুস সালাম, নির্বাচন কমিশনার মোঃ জুলফিকার আলী এবং অ্যাডভোকেট আরিফুজ্জামান।
জানা গেছে, অনিয়মতান্ত্রিকভাবে এবং সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ না করে অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগে বাদীরা ৯ জনকে বিবাদী করে মেহেরপুর সিনিয়র সহকারী জজ–২ আদালতে একটি মামলার আবেদন করেন।

মামলা নম্বর: ৭১/২৫।
মঙ্গলবার ২০ মে-২০২৫ বিকাল চারটার সময় মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কয়েকজন সিনিয়র আইনজীবী এই শুনানিতে অংশ নেন,শুনানি শেষে মেহেরপুর সিনিয়র সহকারী জজ–২ আদালতের বিচারক মোঃ মাসুদ রানা বিএনপির নতুন কমিটি গঠনের কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।

মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এএসএম সাইদুর রাজ্জাক এবং মামলাটিতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মোঃমিজানুর রহমান বলেন, বিএনপির গঠনতন্ত্রের ৬ অনুচ্ছেদের “খ” ধারা লঙ্ঘন করে দলীয় কমিটি গঠনের অপচেষ্টা করা হচ্ছে, আহ্বায়ক কমিটির নেতাদের ক্ষমতার অপব্যবহার এবং কাউন্সিলের বিধি-বিধান উপেক্ষা করে নিজেদের পছন্দের লোকদের নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র বানানোর চেষ্টা করা হচ্ছে, আদালত বাদী পক্ষের অভিযোগের সত্যতা পেয়ে বিজ্ঞ আদালত এ নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান বলেন, আমরা আদালতের আদেশের কথা শুনেছি, তবে কাগজ পাইনি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে কারণ দর্শানো হবে।

ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি - প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৩৪ এম
ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশ

সেবার ব্রতে চাকরি এই স্লোগানকে অন্তরে ধারণ করে ময়মনসিংহ জেলায় শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি কাজী আখতার উল আলম, পুলিশ সুপার, ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে ২৩ মে রাত ০৪:৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান। এসময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭১ টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৩৮৯২ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এ অংশগ্রহণের সুযোগ পান।শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৯১০ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ময়মনসিংহ জেলার টিআরসি নিয়োগ বোর্ড কর্তৃক ৭১ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়।

বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

নুর আলম সুমন, উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি।  প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:৩৬ এম
বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

আগামী ২৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ  সফল করার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে এক প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।

২২-মে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা করা  হয়।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন- এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা- এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,

প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি  খন্দকার রাশেদুল আলম রাশেদ। বক্তৃতা করেন,  গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, টাঙ্গাইল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, গোপালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান জসিম, যুগ্ম আহবায়ক মহির উদ্দিন মহির, পৌর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, স্বেচ্চাসেবক দলের  সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাঁচবিবিতে ৪ দফা দাবিতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ মনোয়ার হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১:০৯ পিএম
পাঁচবিবিতে ৪ দফা দাবিতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঔষধ ব্যবসায়ীরা ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতি। এ কর্মসূচি পাঁচবিবি ফার্মেসি মালিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সারাদেশের ন্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ২২ মে সকাল ১১.০০ ঘটিকার সময় পাঁচবিবি পাঁচমাথা চত্বরে বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতি পাঁচবিবি পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ব্যবসায়ীরা তাদের দাবি গুলো তুলে ধরেন ১.ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি: বর্তমান কমিশন হার কম হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, কমিশন হার বৃদ্ধি করে ব্যবসায়ীদের আর্থিক স্বার্থ সংরক্ষণ করা হোক। ২. মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপন: মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নিয়ে তা প্রতিস্থাপন করার জন্য ঔষধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

৩. লাইসেন্সবিহীন ফার্মাসীতে ঔষধ সরবরাহ বন্ধ: অননুমোদিত ও লাইসেন্সবিহীন ফার্মাসীগুলোতে ঔষধ সরবরাহ বন্ধ করার দাবি জানানো হয়েছে, যাতে বাজারে শৃঙ্খলা বজায় থাকে।
৪. ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ: ঔষধের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায়, সরকারের পক্ষ থেকে ঔষধের মূল্য নির্ধারণের দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।  তারা জানান, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর কমিটির সভাপতি ও বন্ধন ফার্মেসির স্বাধিকারী হেদাইতুল ইসলাম, বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মা মেডিসিনের স্বাধিকারী ফয়সাল আহম্মেদ,সিনিয়র সহ সভাপতি গাউছুল আযম (সবুজ),সহ সভাপতি আঃমজিদ, নাজমুল ইসলাম আওলাই ইউনিয়নের সভাপতি,বাগজানা ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান,মোঃ মাসুদ সহ-সভাপতি ধরঞ্জী ইউনিয়ন,আঃ মজিদ সভাপতি কুসুম্বা ইউনিয়নসহ সর্বস্তরের ঔষধ ব্যবসায়ীগণ। ঔষধ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।