শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আটোয়ারীতে এসএসসির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় শিক্ষকদের লাখ লাখ টাকা আয়

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:১৪ পিএম
আটোয়ারীতে এসএসসির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় শিক্ষকদের লাখ লাখ টাকা আয়

চলতি বছরের এসএসসির পরীক্ষা শুরু হয়েছিল এপ্রিলের ১০ তারিখে। লিখত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হলো ২২ মে। লিখত পরীক্ষা শেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় পুরো নম্বর দেওয়ার নাম করে স্কুল ও শিক্ষার্থী ভেদে পাঁচশো থেকে নয়শো করে টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে। 

এমন তথ্য পাওয়া গেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুই এসএসসি পরীক্ষা কেন্দ্রে। এছাড়াও ব্যবহারিক ও মৌলিক পরীক্ষায় ভালো নম্বর দেয়ার কথা বলে নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কাছে সাতশো থেকে আটশো টাকা নেওয়ারও তথ্য পাওয়া গেছে। 

আটোয়ারীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার মোট দুটি পরীক্ষা কেন্দ্র ছিল। একটি হলো আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং আরেকটি হলো আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ দুটি কেন্দ্র মোট পরীক্ষার্থী ১৩৮৬ জন। এরমধ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৯৫ এবং আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়।  

এপ্রিলের ১০ তারিখ লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ৮ মে। এরপর থেকে শুরু হয় বিজ্ঞান, মানবিক ও ভোকেশনাল বিভাগের বিভিন্ন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এবং শেষ হয় ২২ মে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় পুরো ২৫ নম্বর দেওয়ার নাম করে বিভিন্ন স্কুল ও শিক্ষার্থী ভেদে নেওয়া হয়েছে পাঁচশো থেকে হাজার টাকা। কেউ কেউ দিয়েছে কেন্দ্রে দ্বায়িত্বে থাকা শিক্ষককে আবার কেউ কেউ টাকা দিয়েছে নিজ স্কুলের শিক্ষককে।

বিজ্ঞান বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানায়, তার সব ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলীকে মোট ১ হাজার টাকা দিয়েছে। সে আরো জানায়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ওই স্কুলের শিক্ষক ইউনুস আলী অথবা অপু মাষ্টারকে টাকা দিলেই হবে। ইউনুস ও অপু স্যার মিলেই টাকা নিচ্ছে। দুজনের একজনকে টাকা দিলেই হয়৷ 

ভোকেশনালের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পরীক্ষার্থী জানায়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনালের মনা স্যার তাদের কাছে থেকে আটশো থেকে হাজার টাকা নিয়েছে। সে আরো জানায়, মনা স্যার তাদেরকে ইমোশনালি এমন কথাবার্তা বলে যেন তারা টাকা দিতে বাধ্য হয়। নইলে মার্ক কম দেওয়া অথবা ফেল করে দেওয়ারও কথা জানা যায়। তাই ভালো মার্কের আশায় মান স্যারকে টাকা দিতে বাধ্য হয়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষার্থী জানায়, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসি শিক্ষক শচীন তাদের কাছে থেকে নয়শো করে টাকা নিয়েছে। কেন দিয়েছে এমন প্রশ্নে পরীক্ষার্থীরা জানায়, প্রথমে তাদেরকে ইমোশনালি কিছু কথাবার্তা বলা হয়। যাতে করে পরীক্ষার্থীরা টাকা দিতে বাধ্য হয় এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় পুরো নম্বর পায়। 

মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী জানায়, তাদের স্কুলের শিক্ষক শাহীন তাদের কাছ থেকে সাতশো আটশো টাকা নিয়েছে। সেই টাকা নাকি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার দ্বায়িত্বে থাকা শিক্ষককে দেওয়া হবে, যাতে তাদেরকে ভালো মার্ক দেওয়া হয়।

বার আউলিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা জানায়, তাদের স্কুলের বিএসি শিক্ষক শরিফুল ইসলাম তাদের কাছে থেকে সাতশো করে টাকা নেওয়া হয়েছে। সেই টাকা নাকি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার দ্বায়িত্বে থাকা শিক্ষককে দেওয়া হবে, যাতে তাদেরকে ভালো মার্ক দেওয়া হয়। একই ভাবে আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালায়ের পরীক্ষার্থীরাও তাদের এক শিক্ষিকাকে সাতশো করে টাকা দিয়েছে বলে জানা যায়। আরো জানা যায় যে, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে৷ এই দুই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ্যাৎ এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের কাছ থেকে ইচ্ছে করে কোনো টাকা নেওয়া হচ্ছেনা৷ তবে কিছু কিছু পরীক্ষার্থীদের কাছে টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে। 

হিসেব করে দেখা যায় ওই দুটি কেন্দ্রের মোট ১৩৮৬ পরীক্ষার্থীর কাছে সর্বনিম্ন পাঁচশো করে টাকা নেওয়া হলেও এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লক্ষ টাকা।

এবিষয়ে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শরমিন পারভীন জানান, আমার প্রতিষ্ঠানের কোনো শিক্ষক ব্যবহারিক পরীক্ষার জন্য টাকা নিচ্ছেন এই ব্যাপারে আমার জানা নাই। কোনো শিক্ষক যদি টাকা নিয়েও থাকে তবে আমি ওই বিষয়ে জড়িত নই। যদি তথ্য ও প্রমাণে সত্যতা মিলে তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথ বলেন তিনি। 

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুল কুদ্দুস জানান, টাকা নিয়ে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এবং টাকা নেওয়ারও বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কোনো শিক্ষক যদি টাকা নিয়ে থাকে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো টাকা নেওয়ার বিধান আছে কিনা এবিষয়ে আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, সরকারি বিধিতে এভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য টাকা নেওয়া হচ্ছে সেই বিষয়ে আমি অবগত না। যদি এমন কোনো অভিযোগ আসে তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের বিষয়টি তিনি নিশ্চিত করেন।

ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি - প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৩৪ এম
ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশ

সেবার ব্রতে চাকরি এই স্লোগানকে অন্তরে ধারণ করে ময়মনসিংহ জেলায় শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি কাজী আখতার উল আলম, পুলিশ সুপার, ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে ২৩ মে রাত ০৪:৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান। এসময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭১ টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৩৮৯২ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এ অংশগ্রহণের সুযোগ পান।শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৯১০ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ময়মনসিংহ জেলার টিআরসি নিয়োগ বোর্ড কর্তৃক ৭১ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়।

বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

নুর আলম সুমন, উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি।  প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:৩৬ এম
বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

আগামী ২৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ  সফল করার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে এক প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।

২২-মে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা করা  হয়।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন- এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা- এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,

প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি  খন্দকার রাশেদুল আলম রাশেদ। বক্তৃতা করেন,  গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, টাঙ্গাইল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, গোপালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান জসিম, যুগ্ম আহবায়ক মহির উদ্দিন মহির, পৌর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, স্বেচ্চাসেবক দলের  সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাঁচবিবিতে ৪ দফা দাবিতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ মনোয়ার হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১:০৯ পিএম
পাঁচবিবিতে ৪ দফা দাবিতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঔষধ ব্যবসায়ীরা ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতি। এ কর্মসূচি পাঁচবিবি ফার্মেসি মালিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সারাদেশের ন্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ২২ মে সকাল ১১.০০ ঘটিকার সময় পাঁচবিবি পাঁচমাথা চত্বরে বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতি পাঁচবিবি পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ব্যবসায়ীরা তাদের দাবি গুলো তুলে ধরেন ১.ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি: বর্তমান কমিশন হার কম হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, কমিশন হার বৃদ্ধি করে ব্যবসায়ীদের আর্থিক স্বার্থ সংরক্ষণ করা হোক। ২. মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপন: মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নিয়ে তা প্রতিস্থাপন করার জন্য ঔষধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

৩. লাইসেন্সবিহীন ফার্মাসীতে ঔষধ সরবরাহ বন্ধ: অননুমোদিত ও লাইসেন্সবিহীন ফার্মাসীগুলোতে ঔষধ সরবরাহ বন্ধ করার দাবি জানানো হয়েছে, যাতে বাজারে শৃঙ্খলা বজায় থাকে।
৪. ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ: ঔষধের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায়, সরকারের পক্ষ থেকে ঔষধের মূল্য নির্ধারণের দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।  তারা জানান, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর কমিটির সভাপতি ও বন্ধন ফার্মেসির স্বাধিকারী হেদাইতুল ইসলাম, বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মা মেডিসিনের স্বাধিকারী ফয়সাল আহম্মেদ,সিনিয়র সহ সভাপতি গাউছুল আযম (সবুজ),সহ সভাপতি আঃমজিদ, নাজমুল ইসলাম আওলাই ইউনিয়নের সভাপতি,বাগজানা ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান,মোঃ মাসুদ সহ-সভাপতি ধরঞ্জী ইউনিয়ন,আঃ মজিদ সভাপতি কুসুম্বা ইউনিয়নসহ সর্বস্তরের ঔষধ ব্যবসায়ীগণ। ঔষধ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।